চোখ তুলে দেখ পাশেই বসে আছি
কাঁদিস কেন এতো ঝরিয়ে চোখের জল,
আমিতো তোর পাশেই বসে আছি
তবু এতো কাঁদিস কেন বল।
আকাশটা যত থাকনা মেঘে ঢাকা
কাল সকালে উঠবে রোদ গাঁয়ে হলুদ মাখা,
স্বপ্নটা তোর উড়বে মেলে ডানা
দেখনা কাল সকালে, আজ হাসতে নেইকো মানা।
ত্রস্ত মনে ভাবিস শুধু বোশেখ মাসের রুদ্র ঝড়ে
হাজার রাতের সঞ্চিত সব স্বপ্ন যাবে উড়ে,
চোখ খোলে দেখ এইতো আমি পাশেই আছি তোর
চারপাশে তোর দুয়ার খোলে ফাগুন মাসের ভোর।