স্মৃতির পাতা গুলো ঝেড়ে ধুলি স্তরে আবৃত
কিছু সুখদ সময়ের ছুঁয়া নিই,
যখন ক্লান্ত হয়ে পড়ি;
যখন নিঃসঙ্গতার ছারপোকা উত্যক্ত করে
কুয়াশার গভীর থেকে টেনে তুলি কিছু রোদেলা সকাল,
অন্ধকার হাতড়ে খুঁজে নিই কিছু চাঁদনী রাত,
কিছু ফাল্গুনি হাওয়া খেয়ে
ঘুরে আসি বিংশ শতাব্দীর শেষ দশক;
যেখানে এক সময়ের আমি আজো কারো পথ চেয়ে থাকা
এক তৃষ্ণার্ত ঘামে ভেজা যুবক,
পাহাড়ি বৃক্ষ ছায়ে বসে উদোম শরীরে……
স্মৃতি গুলো লাঠির মত হাত ধরে পাশাপাশি হাঁটে
বলেই হয়ত আমি আজো হাঁটতে পারি,
কষ্ট সইতে পারি, স্বপ্ন আজো দেখতে পারি
মনের মত কাউকে পেলে ভালবাসতে ও পারি;
দুঃখ শুধু একটাই
যার কথা ভাবতে ভাবতে আমি এখনও রাত্রি জাগি
সে কি আমারে রেখেছে মনে !
অসংখ্য টুকরো টুকরো দুঃখ এবং সুখের স্মৃতি
ভোর না হওয়া রাতের স্মৃতি
স্বপ্ন পোড়া ঘ্রাণের স্মৃতি
অক্সিজেনের মত নিঃশ্বাসে ভরে ভরে প্রতিদিন
বেঁচে থাকার যুদ্ধ করি;
কিছু স্মৃতি ধুলি স্তরের আড়ালে থেকেও কখনও
হয়না মলিন, হয়না ধূসর
আর প্রেমিকেরা শত বছর পরও হয়না বুড়ো।