মনুষ্যত্বহীনতা রোগের ভয়াবহ বিস্তার
রক্তে, স্নায়ুতন্ত্রে;
চেহারা মানুষের
হিংস্রতা বনজ;
এখন মানুষ মানে প্রেমিক নয়
উদারতা নয়,
ছোবল, প্রতিহিংসা
এখন আর মানুষের চেহারা পড়া যায়না;
''কবি সুকান্তের সেই আদিম হিংস্র মানবতা''
আজকের সভ্য হিংস্র মানবতার কাছে
নির্দ্বিধায় হেরে যাচ্ছে;
তাই অশ্রু ঝরা থামাও কবি
এসো শান্তির জন্য যুদ্ধ করি।