সব ভুল জীবনের
হয়ে ফুল একদিন
ঘ্রাণ ভরে ফুটতো যদি,
আশাহত মানুষেরা
ভালোবাসা একদিন
অশ্রুতে খুঁজে পেতো যদি;
আঁধারের কোলাহল
হতো যদি আলোকিত
পৃথিবীর যত পথ প্রান্তর,
রোজ তাই কবিতায়
প্রেম চাষ করি তবে
হবে দুর সব মন্বন্তর।