দুঃসময়ের অলিগলি সব আমার নামে নিবন্ধিত
জন্মসূত্রেই;
ক্লান্তি জলে ভিজিয়ে শরীর, আমার ঘরের আশেপাশেই
নষ্ট সময়ের কোলাহল,
দিনরাত্রি বা সময় অসময় বলে কোন আড়ষ্টতা নেই;
ইচ্ছে করে দুঃসময়ের পাছায় লাথি মেরে বলি
দুঃখ, তুই আমারে একবার হাসা!
মরণের আগে
জীবনের রঙ্গে
তুই আমারে একবার ভাসা!!
শরীরে ঘামের গন্ধ মেখে প্রেমিকা খুঁজে খুঁজে
নষ্ট মেয়ের ভ্রষ্ট জলে মুখ ধুয়ে এখন রাত ভোর করি,
মাঝে মাঝে দাড়িতে কালার এঁটে দিয়ে বলি
দুঃখ, তুই আমারে একবার হাসা!
মরণের আগে,
আর কতকাল থাকবো এমন স্বপ্ন জলে ভাসা!
কে শুনবে আমার মাথা মুণ্ডু হীন প্রলাপ?
আজন্ম বুকের আগুনে পুড়ার কষ্ট যে জানে সেও
আমারে বন্ধু বলেনি,
আমি তাই দুখের হাত ধরে রোজ বলি
আমারে তুই একবার হাসা
মরণের আগে
দে নারে তুই একটু ভালোবাসা!!!