আমি কবি ভীষণ ভাবুক
মনটা আমার ভীষণ লাজুক,
অল্প কথায় গল্প বলি
কষ্টে ভরা আমার ঝুলি।
রাতের আঁধার সঙ্গী আমার
চর্চা করি হাসতে পারার,
কেউ দেখেনা বৃষ্টি ভেজায়
পেটের ক্ষুধা অশ্রু ঝরায়।
আমি গানও গাইতে পারি
কারো কারো মনও কাড়ি,
কাছে তো কেউ ডাকেই না
ভাল তো কেউ বাসেই না।
আমি কবি শব্দ চাষী
খেয়ে বাঁচি যা পাই বাসি,
ভালো মন্দের ধার ধারি না
শাসন শোষণ ভয় করি না।
স্বপ্নে আমার মাখামাখি
কষ্টে আমি ভালোই থাকি;
শব্দে শব্দে আঁকি ছবি
কেউ কি আমার দুঃখ হবি!