কাল মধ্যরাতে, যখন ঘুম আসছিল না চোখে।
দরোজা খোলে দেখি আকাশটা অলঙ্কার হীন বিদঘুটে,
বাতাসের কোন স্পর্শ নেই,
গাছের পাতায় উদাস নিথরতা,
চারপাশের প্রকৃতি জুড়ে অশ্রু ঝরার শব্দের অনুরণন,
খামখেয়ালী অন্ধকার
লুটেপুটে খাচ্ছে মানুষের চোখের ঘুম;
রক্তের গন্ধে বন্যেরা ছেড়ে যাচ্ছে বনাঞ্চল
পাখিরা ফেলে যাচ্ছে টুকরো টুকরো স্মৃতির পালক;
ফুলেরা ধর্ষণ আতংকে...
যুবতি প্রজাপতি এখন দল বেঁধে উড়ে
ফুল হীন ফুলকেশরের খুঁজে,
লাশের ভিড়ে শ্বাসরুদ্ধ
স্বপ্নের সোনার বাংলাদেশ।
মানুষ আতংকে যখন মানুষের চোখে ঘুম নেই
কবিতা লিখে আর কী হবে?
আমিও তো মানুষ,
কাকে বলবো কী আমি ধর্ষক নই?