রাত যত অন্ধকারই হোক
আমার তৃষ্ণা
তোমার ঠোঁটের চুম্বন রেখা ধরে হেঁটে হেঁটে
উন্মাদ আগুনে সাঁতরে
খুঁজে নেবে নদী,
তোমার শহরের শরণার্থী শিবিরে
আমি এক নিঃসঙ্গ উদ্বাস্তু যুবক,
ভালোবাসা ছাড়া আর কোন প্রার্থনা নেই আমার।
শুধু থাকতে দিও নিঃশ্বাসের কাছাকাছি
বাতাসের মত,
খেলতে দিও পাঁজরের মাঝামাঝি
ফোটাতে দিও ফুল,
বিরহ ভেজা তোমার চোখের কাজলে আমি যেন
নিতান্ত ভালোবাসা হয়ে রই;
বসন্তের পর এখন চারপাশে বৈশাখী ঝড়
প্লিজ! আমারে করো না পর।