সেই কাঁচের চুড়ি আজো বাজে,
শূন্য ঘরে, নীরব সাঁঝে।
হাত যে নেই, তবু তার শব্দ—
বেজে ওঠে মনের মাঝে।
আঙুল ছিলো, ছিলো স্পর্শ,
ছিলো হাসির রঙিন রেশ,
আজো তোমার সোঁদা গন্ধে
ভিজে ওঠে স্মৃতির দেশ।
তুমি গেছো, ফুরালো প্রহর,
তবু চুড়ির কাঁচটা রয়,
ঝুম বৃষ্টি নামলেই সে
ভাঙা সুরে কাঁদতে হয়।
নদীর জলে ভাসাই দিলাম
সেই চুড়ির সব শব্দ—
তবু কেন তোমার ছোঁয়া
আজও আমার প্রাণে স্তব্ধ?