কেন প্রয়োজন দেশে উন্নতি করার ?--
গরীবরা অনাহারে মরছে যে দেশে--
দু'বেলা দু'মুঠো খাদ্য হয়না জোগাড়
পথের কিনারে যারা ফকিরের বেশে !
কেন প্রয়োজন দেশে উন্নতি করার ?
গরীবদের চাকরী হয়না যে দেশে--
মাছির মতন যারা শুধুই বেকার
পাগলের মতন যারা মরছে শেষে !
কেন প্রয়োজন দেশে উন্নতি করার ?
যদি সঠিক বিচার'ই পাইনা দেশে ।।
আগে গরীবদের খাদ্য হোক জোগাড়;
আগে গরীবদের চাকরী হোক দেশে;
আগে সঠিক বিচার'ই হোক সবার;
তবেই উন্নতি হোক আমাদের দেশে !