বসন্ত এসে মোর হৃদয় যেন খুশিতে ভরে গেল,
গাছের পাতাগুলি সব রুপান্তরিত হয়ে শ্যামল
রঙেতে এল ।
আম-জাম-কাঁঠাল ডালে কুঁড়ি ভরে গেল,
চারিদিকে কুহু শুনে শুনে মোর দিবা ফুরিয়ে এল ।
আমি রোজ বিকালে ঘুরতে বেড়াই পিয়ালী নদীর
তীরে,
স্রোতস্বিনীর উথাল তরঙ্গ খুবই ভালো লাগে মোরে ।
বসন্তের সুশীতল সমীরণ মোর ছুঁয়ে বারে বারে,
মোর ঘুম ভেঙে যায় ভোরবেলাতে বিহগের গানের
সুরে ।
ভোরবেলায় ঘাসের আগায় শিশির বিন্দু চমক
লাগে,
দুপুরবেলায় সূর্যি মামা মেঘের কোনে মুখ লুকিয়ে
থাকে ।
বিকাল হলে প্রকৃতি যেন শ্যামলিমার মতো লাগে,
তাই এই ঋতুতে পড়াশুনা-খেলাধুলা খুবই ভালো
লাগে ।
বসন্তে তটিনীর কুল্ কুল্ ধ্বনিতে প্রাণ জুড়িয়ে যায়,
মনের গহন কোনে চিরকাল এদৃশ্য স্থায়ী হয়ে রয় ।