কই, আমিতো বাহু বাড়িয়েছি ই
নাও, কলমী ফুলটার বাদামী আভা!
হবেনা?
আচ্ছা, এই নাও হেলেঞ্চার ডগায় কারুকাজ!
ডিঙি নিয়ে বেরিয়েছি;
ঐ শাপলার ঝিলে যাবো কিন্তু!
আরে! আরে
কি করছো?
গাঙের অথৈ জলে ভিজাতে চাও?
বাহ! তোমার জল আঁচড়ানো
ভালোই তরঙ্গ সৃজিছে।
পবনে তব কেশ উদ্বেল
মুখও ঢাকিছে!
এই সরিওনা কিন্তু
ভালো ই লাগছে।
বাদামী রঙের শাড়ি পড়িয়াছো
লাল-বাদামী চুড়ি,
কানের দুল, পায়েল
কিন্তু আমি ই কিনে দিয়েছি;
সবই ভালো লাগছে
তবে তোমার ঊর্ধ্বে নহে।
আরে, কি করছো
জলে পড়ে যাবেতো,
সাবধানে বসো;
পা ভিজাবে?
আচ্ছা, আমি বৈঠায় লাগাম দিলাম।
এইতো, দেখো কত শাপলা!
তোমাকে তুলতে হবেনা,
আমি ই তুলছি দেখো।
সাদা রঙের শাপলার ফুলটা নাও,
নাও, লাল শাপলারটাও।
খোঁপায় পড়িয়ে দেবো?
আচ্ছা, তুমি ই গাঁথো।
ধানের ক্ষেতে এত্ত শাপলা!
বিস্মিত কেন তুমি?
ঐ যে দেখো, অনেক শাপলা
তুলতে পারো ইচ্ছেমত।