ওরা কে?
কিছু চাইতে গেলেই মনে করে ওদের করছি তাড়া!
ওরা কি রাতের আঁধারে কাঁথা মুড়ি দেয়?
ভীত-সন্ত্রস্ত হয়ে; একটুকুও সাহস ছাড়া!

ওরা কি নির্লজ্জ!
পায়ের তলায় কি দেখেনা মাটি?
এই বুঝি গেলো সব দম্ভ;
ভয়ে এসেছে জ্বর তাদের পুরো হৃদয়-ঘাটি।

ওরা প্রলাপ বকছে কেনো?
বিকৃত কি হয়েছে বিবেক?
নাকি শকুন হয়েছে নিজেরাই
নিয়েছে জোঁকের বেশ।