আমি বাহে বড়ই নরাধম
মুখোশে ঢাকা অবয়ব খানি,
নিকৃষ্টতায় বিজেতা নহে
বিজয়মাল্য পাইবো জানি!
অলীকে মিত্রতা আমার
নিজেই অচিনের যাযাবর,
ভুবনেরে বৃদ্ধাঙ্গুলি দেখাই
কেহ নহে আপন,ভাবি সবে পর!
আমি আধারের বাসিন্দা
নহে আলোকের,
আমি কুৎসিত, আমি বিচ্ছিরি
নহে রাঙা সাজ-সজ্জের!
......................................