অনেক দূরে, দূরদেশে
বাউন্ডুলে বেশে,
ছন্নছাড়া এক আমি;
হয়তো কোন অচিন শেষে।

নিশিগন্ধা,  রক্ত গোলাপ
অভিমানের একাংশ আলাপ,
বাউণ্ডুলে আমি;
বকছি কত পাগলে প্রলাপ।

এই যে শীতে, শরীল ভিতে
ফাটছে তনু, শিশির অনু;
কুয়াশা ঘনো, শীতল মনো
হিম দিবসে, পুরনো গীতে।