ঢাকিয়াছে গা ঐ হিমের শীত
বাধিয়াছে ঐ প্রকৃতি
নব সাজের গীত ।
সাজিয়াছে তরু আজ নব-পল্লবে
জাগিয়াছে প্রাণ তাহায় নব উদ্দ্যমে,
সকলি তাহা ঋতুরাজের আগমনে ।
ওহে বন্ধু ! সে যে বসন্ত
যা ঠেকিয়াছে মাথা তব পায়
খুলিয়া দ্বার , করিয়া লও গ্রহণ ;
তব স্বেচ্ছায় ।
ফুটিয়াছে সুরভী ফুল
সবুজে ঢাকিয়াছে পাতা ,
মনের দুয়ার খুলিয়া তব
লিখ এ ঋতুর কবিতা ।
ফুটিয়াছে অশোক , পলাশ
কৃষ্ণচূড়া আর শিমুল ,
আগুন লাগিয়াছে বনে
সবই যে লাল ফুল !
ওহে বন্ধু ! সে যে বসন্ত
আনিয়াছে তাহার রাজসিক রূপ ,
পুন:সজ্জিতা সে , ভাঙ্গিয়াছে যে
প্রকৃতির সকল নিশ্চুপ ।
ওহে বন্ধু ! সে যে বসন্ত
মুখরিত চারিপান দেখ
আজপাখির কলরবে ,
মরা গাছটাও নব প্রাণে দেখ
আজ উঠিয়াছে জেগে ।
ওহে বন্ধু ! সে যে বসন্ত
তাহাকে স্বাগত জানাও
তাহার শোভায় , তব বিষন্ন মনকে ;
স্নান করাইয়া দাও ।
পরভৃত ডাকিছে ছন্দে
কুহুকুহু তানে ,
ভাসিবে তুমি সুরের দোলায়
মধুর সুরভী গানে ।
ওহে বন্ধু ! সে যে বসন্ত
আম্র কাননে দেখ মুকুলের সমাহার
ব্যাকুল হবেই তুমি ঘ্রাণেতে তাহার ,
জেনে রাখো !
ওহে বন্ধু ! সে যে বসন্ত
ঋতুরাজ বসন্ত ।