কিচির মিচির করছে পাখী বন বাদারে ঐ,
হট্টগোলটা ও আছে বেশ
শুধুরে হৈ চৈ !
হাম্বা সুরে ডাকছে গরু নষ্ট করে ফসল,
ম্যা ম্যা সুরে ডাকছে দেখো দাড়িওয়ালা ছাগল ।
ঝুমুর পায়ে নাঁচে পায়রা
ডাকছেরে বাকবাকুম,
কোনটা মাথা কোনটারে পা
ঝুলে আছে পেঁচা মামা হুতোম ।
কেকা সুরে ডাকছে ময়ূর
কা কা বলে কাকটা,
ঝিঝিঁর তানে ঝিঝিঁপোকা
কুহু সুরে কোকিলটা ।
ময়নাটা যে দুষ্টু অতি
কয়যে কথা মানুষের,
সন্ধ্যা পাড়ে হুয়া-হুক্কা
ডাকটা বুঝি শিয়ালের ।
শিষ মারছে দোয়েলটা ঐ
ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর,
মাছ মুখেতে মাছরাঙা ভাই
গাঙ্গেই করছে নোঙর ।
কত আওয়াজ ! কিসের আওয়াজ !
পাখী সবে জানে,
সুরে দোলায় দুলছে ঐ বন
পাখীদের মিষ্টি মধুর গানে।