স্বাধীনতা তুমি
নব অরুণোদয়,
স্বাধীনতা তুমি
খরস্রোতা ঐ নদ বয়!
স্বাধীনতা তুমি
মায়ের বুলি আওড়ানো
স্বাধীনতা তুমি
স্বপ্নিল মোহ ক্ষণো!
স্বাধীনতা তুমি
রমণীর এলোকেশ,
স্বাধীনতা তুমি
যাচ্ছে সময় বেশ!
স্বাধীনতা তুমি
বোনের খুনসুটি,
স্বাধীনতা তুমি
হেসে প্রাণ কুটিকুটি।
স্বাধীনতা তুমি
প্রবালের ঐ অগ্নিঝড়া মুখ,
স্বাধীনতা তুমি
চূর্ণ হিয়া আশায় বাঁধে বুক।
স্বাধীনতা তুমি
দোয়াতের ঐ কালি,
স্বাধীনতা তুমি
নয়নের অশ্রু মুছুনী।
স্বাধীনতা তুমি
নববধূর কলসি কাঁখ,
স্বাধীনতা তুমি
নির্বাক হয় সবাক।
স্বাধীনতা তুমি
বজ্রকন্ঠ ভাষণ,
স্বাধীনতা তুমি
উপড়িয়ে ফেলা শোষণ শাসন।
স্বাধীনতা তুমি
নহে কণ্ঠ রোধ,
স্বাধীনতা তুমি
জাগ্রত চেতনা বোধ।
স্বাধীনতা তুমি
আমার পূর্ব ইতিহাস,
স্বাধীনতা তুমি
চিত্তে বিজয় উল্লাস।
স্বাধীনতা তুমি
মুছে যাওয়া সব গ্লানি,
স্বাধীনতা তুমি
পাপমোচন; নহে মানহানি।
স্বাধীনতা তুমি
নহে আর্তের চিৎকার,
স্বাধীনতা তুমি
ছিনিয়ে আনা মোর অধিকার।
স্বাধীনতা তুমি
৫২' এর ২১' ফেব্রুয়ারি,
স্বাধীনতা তুমি
ভাষা শহীদের রক্ত;
ফিরিয়ে পাওয়া ভাষা আমার।
স্বাধীনতা তুমি
৬২' এর এজুকেশন মুভমেন্ট,
স্বাধীনতা তুমি
রক্তফোটা; গড়ে ওঠা মনুমেন্ট।
স্বাধীনতা তুমি
৬৬' এর ৬ দফা উত্থাপন,
স্বাধীনতা তুমি
গর্জে ওঠা নব আন্দোলন।
স্বাধীনতা তুমি
৬৯' এর গণঅভ্যুত্থান,
স্বাধীনতা তুমি
হঠাৎ চেঁচিয়ে উঠা প্রতিবাদী কণ্ঠ;
গর্জিয়ে ফেঁপে ওঠা বাহুর শান।
স্বাধীনতা তুমি
৭১' এর গর্জে ওঠা প্রাণ,
স্বাধীনতা তুমি
পৃথিবীর বুকে নব এক দেশ;
অর্জিত সম্মান সোপান।
স্বাধীনতা তুমি
১৬' ডিসেম্বরের বিজয় মেলা,
স্বাধীনতা তুমি
হায়েনাদের অসহায় আত্মসমর্পণ ;
উদিত ভানুর নতুন এক বেলা।