সটান বুকে রাস্তায় চলো
বড় বুলিতে গরম করো গা,
এটা আমার ওটা আমার কহো
আদৌ কি সত্য তা?
তুমি পরের চরণ করিয়া চাটন
বুক ফুলাইয়া চলো,
মানুষরে কও তুমি মহাজন
আদৌ কি তা, তুমি ই বলো?
পরের চরণতলের মাটি দেখাইয়া
কহো, ইহাই মোর ভিটেমাটি;
উঠিবে কি কোন খুঁটি তাহায়
কিংবা কাঠ, বৈকি পাট কাঠি?
তুমি পরের সৃজিত পথ দেখাইয়া
কহো, ইহাই মোর পথ!
নিজেই বলো পাইবে কি আকর্ষণ লোকের
কিংবা তাহাদের সহমত?
তুমি রবি শশির আলোকে
করো হে দাবি নিজের বলে,
তুমি তব হিয়াকে করো হে প্রশ্ন
তব সাথে কি এ কথা চলে?
সময় বড়ই নিঠুর ওরে
কড়া গন্ডা করে লয় হিসাব,
তোমায় ছিটকিবে গিরি হইতে পাতালে
ফিরিয়া লইবে থাকেও বাকী বৈকি নিসাব!
সময় কহিবে;
তুমি বিনা দাওয়াতী কুকুর
এত বাছাই করে কেন চাও,
যা দিয়েছি হাড়,ঝুট আর এটো
তাহাই আয়েশ করে খাও!
যাহা আছে তব
তাহাই লইয়া চলো,
নিজের যাহা আছে ওরে
তাহাকেই নিজের বলো!
সুজন হইবি তখন ওরে তুই
তুষ্টি মেলিবে তব মরমে,
ভালো করিলে হে তুই
তব ইতিহাস এমনিতেই রচিবে!