সম্মান কি দাও আমায়?

আমি কৃষাণ কেহ
গতর খেটে খাই,
কর্ষিয়ে মাটি; ফলিয়ে ফসল
বিধাতার দেয়া তোমার অন্ন যোগাই!

আমার ঘামে ভেজা কর্দমাক্ত শরীর
ইশাণ কোণের বিকেলেই হেলে পড়ে,
নতুন ভোরে আবারো খেটে যাই
ফলাবো ফসল বলে; তোমার তরে।

আমি মজদুর
আমি খেটে খাওয়া মানুষ,
নাই কোন জিলেপীর প্যাঁচ;
তোমার জন্যইতো খেটে যাই সদা
যাতে তুমি থাকো বেশ!

কেনো তবে আমায় শোষণ করো?
সম্মান কি দাও আমায়?

আমি প্যাডেল মারা চালক;
চৈত্রের তাপদাহে পোড়া
কিংবা বর্ষার বৃষ্টিতে ভেজা
হিম শীতল দেহখানি আমার;
তোমায় গন্তব্যে নিয়ে যাই!
তুমি তো হুডির নিচে ঠাই বসো
কিংবা ছাতায় আশ্রয় নাও;
প্যাডেল ঘুরিয়েই তোমায় পৌছাই!

তবুও কেনো আমার প্রাপ্যটা কম দিতে চাও?
সম্মান কি দাও আমায়?

আমি কখনো জেলে,  কখনো মাঝি
আমি কখনো বাসের হেল্পার,
আমি অজ্ঞ কাগজে কলমে
শিক্ষার বালাই নেই আর!

এজন্যই কি আমার উপর এত অবিচার?
সম্মান কি দাও আমায়?

ফসলের দাম কমিয়ে আমায় মারো তুমি
ভাড়াটাও কম দিতে চাও,
তবুও আমি খুশি; জুলুম তো করিনা
মেনে নেই তুমিই যা দাও।

কেনো আমার অধিকারে তোমার সদা হস্তক্ষেপ?
সম্মান কি দাও আমায়?


---সংক্ষেপিত---