শুভ্র মেঘের উপর
শুভ্র চন্দ্রখানি,
ঢাকিতে পারে নাই মেঘ তাহারে
বিলায়াছে এ পাড়ে মোর জোছনা রজনী।
এমন রাত্তিরে
ভাবুক হয়ে যাই,
তাহারে ওগো পবন
তাহারে কোথায় ফিরে পাই?
ভেজা শাঁড়িখানিতে সে
লাল বেণীর খোঁপায় বাধা চুল,
সে এক প্রাণচঞ্চলা পল্লীবালা
হস্তে তাহার সদ্য তোলা শাপলার ফুল।
(সংক্ষেপিত)