বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সকাল বিকাল সন্ধ্যা দুপুর
দখিনা হাওয়া সাথে,
মন হয়ে যায় উথাল-পাথাল
দখিনা বাতাসেতে ।
পুকুর পাড়ে গাছের তলায়
ছেলেমেয়ে সবাই খেলায়
মহানন্দে ভিজে বৃষ্টিতে ।
দেখব আমি বৃষ্টির ফোঁটা
ডাকছে আবার পাখি তোঁতা,
মন আমার কয়যে মোরে
যা না ভিজতে ।
মা ডেকে বলে ওরে খোকা
যাদুমণি মোর,
বৃষ্টিতে ভিজলে যে
ঠাণ্ডা লাগবে তোর।
কে শুনে কে কার কথা
পাইনা যত পড়ে ব্যথা
তবু ভিজব বৃষ্টিতে ।
আকাশ থেকে পড়ছে দেখি যেন হীরকমণি
অন্যদিকে শুনতে হচ্ছে মায়ের বকুনি ।
শুনছি আবার বলছে খোকা
তুই করিসনারে ঢং,
পিছলে পড়লে দেখব আমি
ভাঙবেরে তোর ঠ্যাং।
মাকে ডেকে বলছি আমি ,কি জানো তুমি ?
বৃষ্টিতে সব পালা-পার্বণ ,বৃষ্টিতে যে সবই।