ওগো শ্যামল গতরের মেয়ে
তব কি হে ডাগর চোখ,
কৃষ্ণ এলোকেশী তুমি
কি হে মায়াময়ী মুখ।
শাড়িতে সাজিয়াছো তুমি
দন্তে তারকার হাসি,
উপমায় ভরা তুমি
তাহাতেই গিয়াছি যে ফাস ই।
তুমি সুদূরে নহে
অদূরেই রহো,
দেয়ালেই তব ছবি
অপলক তাকিয়েই রহো।
আমি সাজায়েছি
কত শত পট তব নিয়ে,
সাজায়েছি মন ক্যানভাস
তব শ্যামল অবয়বটাই দিয়ে।