সন্ধ্যা কিংবা মধ্যরাত! ফুটওভারব্রীজ!
আপনার আরোহন তাহায়
হঠাৎ আচমকা হাঁক
কিহে লাগবে নাকি?
ভাসিবে কিছু মুখ
দেখিবেন কিছু অবলা ঠাই দাঁড়িয়ে
আপনি হয়তো ভাবিছেন যা তা
কিন্তু তাহারা ভাবিছে আপনারে নহে সুধী!
খদ্দের ধরে, খদ্দের ছাড়ে
কড়িতে করে শরীর বিনিময়,
পেশাই ইহা তাহাদের
এহেন করে জীবন সঞ্চয়!

..সংক্ষেপিত..