দুখানি কোমল বাহু সরমে লুটায়ে
বিকশিত বক্ষ-পাঁজর আগুলিয়া রয় ।
তাহার মাঝখানে কিগো রয়েছে লুকায়ে
একখানি সুকোমল নারীর হৃদয় ।"

এক রাশি ফুল নিয়ে তোমা দুয়ারে থাকব আমি দাড়িয়ে ,
নিও তুমি গুচ্ছ সে ফুল দুহাতটি বাড়িয়ে ।
স্বপনে থাকিয়া আমি ভাসাব সুখের পাল ,
বেচারা আমি ! প্রেমময়ী তুমি , বিছায়ে দিব ফুল-জাল ।
কহিছি আমি তোমা বড্ড পছন্দ করি ,
মিথ্যা কহিনি কসম ঐ আসমান গিরি ।
সাজিয়া থাকিবে কাননে তুমি হইয়া হেনা ফুল ,
সুভাস নিব হেথায় আমি
করিনিতো চিনতে তোমায় ভুল ॥॥

ভালবাসি বলে সখী তোমা দুয়ারে আছি দাড়িয়ে ,
প্রেম যদি নাই দাও দিওনা তবু তাড়িয়ে ।
নহে আমি বংশীবাদক তবুও বাজাই পিরিতির বীণ ,
আজ বুঝনি গীত হে আমার
ধরিয়া নিয়াছে মন বুঝবে কোন একদিন ॥
বুঝবে যেদিন রাখিও মনে; থাকব হেথা দাঁড়িয়ে
তোমা সনে করিব সন্ধি, মোর দু হস্ত বাড়িয়ে ॥॥