স্নিগ্ধতা আজ ও যায়না ধরা
মুগ্ধতা কেন দিচ্ছে সাড়া,
স্মৃতিগুলো কি তাই
মোর দ্বারে দিচ্ছে নাড়া ।
হয়েছে দেখা অনেক আগে
নামটি তোমার কেন
এ হৃদয়ে জাগে ?
বাজছে মাদল সকাল সাজে
বসেনা এই মন কোন কাজে ।
তাইতো এ মন আজ
বাধন হারা ।
একেছি তোমায় মনের ক্যানভাসে
রঙিন হয়ে স্বপ্নগুলো কেন
নিশিতে আসে ?
থমকে দাড়াই নিশ্চুপ আমি
তোমাকে দেখে,
হারিয়ে যাই দূর অজানায়
তোমার চোখেতে চোখ রেখে ।
তাইতো স্বপ্নগুলো আজ
বাধন হারা ।