মুক্ত পথের পথিক আমি
চেতনায় মুক্তমনা,
স্বাধীনচেতায় লড়াকু আমি
লালনে বিদঘুটে তেজস্বীতা ।
আমি তরুণ, আমি যুবক
নহে হাড় ঘুণে ধরা;
আমি চঞ্চল, আমি নির্বাক
তিমিরে বেধেছি যদিও
ঘুরেছি স্বদেশ সারা ।
আমি কি বধির, শুনিতে পাইনা ?
দেখছিনা ঘটেছে যাহা চক্ষুপাণে ?
নিশ্চুপ নহে আমি;
শুনিছি সব, দেখছি মর্ত্যলোক,
চরণ রাখিয়াছি দ্বার ঐ রণাঙনে ।
আমি সভ্যতার আলোকে রাঙা যদিও
অজ নব উদ্ভাবনে,
আমি নহে কুসংস্কারে ডুবি;
তবুও না এগিয়ে
ফিরায়ে পিছুটানে !