কবিতার ছন্দে তোমায় লিখব বলে !
না ! তোমার ভ্রুকুটির সেই চিকন রেখা !
কিংবা তোমার ওষ্ঠকোণের অঙ্কিত হাসি ! সবুজ তাহা !
লাল নহে বেগুনী রাঙা ওষ্ঠদ্বয় !
সেই দীঘল কালো কেশ ! কুঞ্চিত !
আবার নীল ! নয়নের আভা !
আমি কি লিখব ? বল ?
তুমি মৌচাক শব্দের অদ্যাক্ষর ! মৌ !
কিংবা কদম্ব ফুল ! তাহার মোহিত করা সুঘ্রাণ !
আবার কখনো নলিনী ! নিশিতেই জাগো !
আমায় তরঙ্গায়িত কর !
দোলা দাও মোহিনী দোলাচলে !
তোমার কোমল হস্তদ্বয় ! তাহার পরশ !
কিংবা অগ্নিঝরা মুখায়ব !
আমার নয়নে তোমার নয়ন ! যত্ত সকল অভিযোগ !
আমার পক্ষে নহে !
অভিমানের অশ্রুটা জমিছে ! তোমার চক্ষুকোণে !
ভালো লাগেনা তাহা ! হৃদয় কম্পিত হয় !
আমার অসহায় আত্মসমর্পণ ! চেহারায় দেখিয়া !
বিস্মৃত হয়ে যায় তোমার পর্বতসম রাগ-অভিমান !
হাসি ফুটে তোমার ওষ্ঠকোণে !
যা চিরসবুজ ! চির অম্লান !
ভালোবাসি ! ভালোবাসি !
কদম্ব ! নলিনী !
শুধুই তোমায় !