গরভ ধারন করিলে আমায়
ওহে সুমহান ধাত্রী,
জনমিয়া আমায় সুধা করাইলে পান
দেখাইলে এই ধরিত্রী ।
তোমারি বদন যেন চিনিতাম বহু আগে;
নাড়ীতে ছিল জট ধাত্রী ওগো মোর,
তোমার কস্তূরী বাধনে ।

রুধিরে গড়িছে আপাদমস্তক মোর
তোমার গর্ভ ডোরে,
লাথির আঘাত সহিয়া ধাত্রী ওগো মোর
তবু যতনে রাখিছ গাথরে ।

আসিলাম ধরা পানে তাও
তোমায় সীমাহীন প্রসব বেদনা দিয়া !
ঐ ক্ষণে যাহারা আছিলো তোমার পাশে
তাহারাই দেখিয়াছে তোমার হাসিমাখা মুখ
তুমি কি যে খুশি আমায় ভুবন ডাঙ্গায় পাইয়া ।

বুকের দুগ্ধ করাইয়া পান মোরে ধাত্রী ওগো মোর ;
দাওনি কভু ছাড়িয়া,
শত শ্বাপদ-সংকুলতা আর দূর্যোগ পায়ে ঠেলে
রাখিয়াছ আঁচল ছায়ায় আগলিয়া
















( সংক্ষেপিত)