কাঁঠাল গাছে কাঠবিড়ালী
লিচু গাছে চোরটা
বাঁশঝাড়েতে বাদুরটা ঐ
শাল বনেতে শালিকটা ।

গাছে নারকেল আছে ঠিকই
তাও আবার ঝুঁনো
শাঁস নাই,পানিও নাই
পুরোটাই শুকনো ।

ভাবুক মনে ভাবছে খোকা
কে করেছে তা
কাঠবিড়ালী ! কাঠবিড়ালী !
করেছে সেই কাজটা ।

মৌচাকেতে মৌমাছি ঐ
বাঁধছে মধুর চাক
মগ্ন হয়ে শুনছে খোকা
কোকিলের কুহুকুহু ডাক ।

ভাবুক মনে ভাবছে খোকা
আচ্ছা এত ভালো লাগছে কেন ?
সেই মনেতেই ছোট্ট খোকা
কোথায় হারিয়ে যায় যেন !