২১' তুমি মূর্তি
৫২' এর স্মৃতি,
২১' তুমি রক্ত, রাজপথ রাঙানো
নির্ভীক বীরের স্মৃতি ।
২১ তুমি ভাষা
মায়ের শেখানো বুলি,
২১ তুমি ইতিহাস, সন্তানের হাটি পা
স্বর্ণে খোদিত তরী ।
২১ তুমি বর্ণমালা
বর্ণে বর্ণে গাথুনি
২১ তুমি প্রাণ
স্বপ্নীল নেত্র চাহনি ।
২১ তুমি স্বর্গ
সুরভীতে পুষ্প ভরা
২১ তুমি উল্লাস
ডিঙিয়ে সকল খরা ।
২১ তুমি স্বাধীনতা
নহে শেকল পরাধীনতা
২১ তুমি জ্বালাময়ী বাক
মায়ের লুকনো মমতা ।
২১ তুমি কাপন ধরানো মশাল
দাপটে বেড়ানো পা
২১ তুমি জ্বাজল্যমান দ্যুতি
শুকনো চিত্তের ঘা ।
২১ তুমি হুংকারে হিংস্রতা
ছিনিয়ে আনা অধিকার
২১ তুমি মা, আমার পূণ্যভূমি
গর্ব ও অহংকার ।