সুখতো পাইনি তাই ;
দৈন্যতাকেই সপেছি এ জীবন,
কষ্টের গ্লানিটা বাড়ছেই
বিষাদে ভারাক্রান্ত এ মন ।
সুখকে খুজিনি আমি
সুখই আমায় করছে তাড়া !
আচ্ছা বলুনতো ? কোন মনুষ্য
বাঁচতে কি পারে সুখ ছাড়া ?
তবে কেন এ জীবনে
দুখের মাদল বাজছে ঝনঝন ,
সত্যি বলছি
বিষাদে ভারাক্রান্ত এ মন ।
সুখ পাখি হয়তো আছে
কিন্তু তা অধরা ,
চুপটি করে হয়তো
তিমিরেই হারিয়েছে তা ।
তবুও অবলা মনে প্রশ্ন একটা
সুখটা যে কেমন ?
সত্যি বলছি
বিষাদে ভারাক্রান্ত এ মন ।
বিষাদ আমায় ঢাকিছে চারিপানে ,
ভাগ্য-রাশি কেমন এ মোর
ঐ বিধাতাই জানে ।
ওহে বিধি!
তোমার লীলা কেন এমন ?
সত্যি বলছি
বিষাদে ভারাক্রান্ত এ মন ।