উপরে উঠিয়াছো?
তাই নিচুরে করো হে হেলা,
কদিন আগেওতো ভূমিতে ছিলে
ভুলিয়াছো কি সেই বেলা?
আমি নিচুতলার বাসিন্দা
শত ডাকিলেও শুনিতে নাহি চাও,
তোমার সমাজটাইতো আলাদা
নাক সিটকিয়ে কদাচিৎ হয়তো শুনো
যতই করি ইবা আমি রাও।
অহমিকা তোমার আজিকের সুসময়ে
আছো তো স্থল থেকেও বহুদূর শূন্যে,
আমি লোকটা ধুলোতেই রহিয়াছি
অসাড়,চপ্পলহীন, হয়ে বাউণ্ডুলে।
অবজ্ঞা তোমার অসীম হইয়াছে
অহমিকাও তব মেলা ভার;
চলিতেছো মাটিতে পদযুগল নাহি রাখিয়াই, আর
আমি সেই মেঠো মাটি পথেই,
যে পথটা সংজ্ঞায়িত আমার।