আমি মোঃ মহিউদ্দিন মিয়া ।
চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত শুয়ারুল গ্রামে আমার জন্ম । জন্ম ২৪ ডিসেম্বর।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি শেষ করেছিলাম । এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে একটি স্বনামধন্য কোম্পানিতে কর্মরত আছি।
আর কবিতা কিংবা গান লিখার ঝোঁকটা মাধ্যমিক শিক্ষা জীবন থেকেই ।
কর্মজীবনের ব্যস্ততার মধ্যেই চেষ্টা করছি লিখে যাওয়ার।
এখনো কোন বই প্রকাশ করিনি। ইচ্ছে আছে আগামী বছর (২০২১) একুশে বইমেলায় একটি বই প্রকাশ করবো।
উপন্যাস লিখার চেষ্টা করছি।
আমার লিখা প্রথম কবিতা ছিলো "আমাদের স্কুল"।
কবিতা লিখতে অনুপ্রেরণা পেয়েছিলাম প্রিয় দুই বন্ধু মোজাম্মেল আর ফারুক এর কাছ থেকে।
ওরা স্কুল লাইফে অনেক ভালো কবিতা লিখতো।
কবি জসীম উদ্দিন আর কাজী নজরুল ইসলাম কে অনুসরণ করে লিখতে পছন্দ করি।