আমি বাংলায় বুলি আওড়াই
আমি বঙ্গদেশ,
আমি উচ্চস্বর, আমি চিৎকার
বঙ্গ উল্লেস!
আমি '৭১
আমি বিরাঙ্গনা বোনের অবয়ব,
আমি গণ আন্দোলন
আমি হঠাই স্বৈরশাসক সব।
আমি নবশিশু
আমি বঙ্গ মায়ের কোলে,
আমি কিশোর, আমি যুবক
আমি রক্তে টগবগে।
আমি স্বপ্ন
আমি উন্নত বঙ্গদেশ,
আমি বুড়ো
আমি হাসিমাখা গোড়দেশ।