আমি তোমার গল্প শোনার শ্রোতা হতে চাই!
এসেছো হয়ে পরভৃত হয়ে
কুহুকুহু সুরে ডাকো;
বলবে গল্প তোমার!
আমি শুনে যাই!
কিংবা মহুয়ার মিষ্টি আলাপে
কানে কত অব্যক্ত কথাই না বকে যাচ্ছো!!
আমি শুনে যাই!
ভিড়েছো আমার তীরে
সবুজ ধানের মোহিনী দোলাচলে;
কত অজানার স্পর্শই না দিচ্ছো!
আমি দেখে যাই।
কিংবা ঐ হাস্নাহেনার দূর অজানা
হতে সুরভী হয়ে এসেছো
কত সুগন্ধি বিলাতে!
আমি মুগ্ধ হই।
আমি তোমার অজস্র উপমার কবি হতে চাই।