তুমি বিলাসী গল্পের বিলাসী
কিংবা রবি ঠাকুরের হৈমন্তী,
আমি হয়তো আরেক উপন্যাসের মন্তু মিয়া
কিংবা মিসির আলী।

শত উপন্যাসের নায়িকা হয়তো তুমি
শত দৃশ্যের অবতারণায়,
আমি সকল দৃশ্যের সাক্ষী
মুগ্ধ তব সকল উপমায়।।।