আজিকে হাত টা ছেড়েই দিলেম
বিরলে একা আজ,
ভালো থাকো সুহাসিনী
হিয়ায় বাজুক বিচ্ছেদের করুণ বাজ।
চেয়েছিলেম বহুত
ঠিক হয়ে যাবে সব,
মনেরই তো মিল নেই এবার
দুপানে শত অভিযোগেরই রব।
শত উপমা আর দেবোনা তোমায়
নিজেকেই নিয়ে বাঁচিবো,
পারিবো কিনা জানিনা
তোমায় ভুলিতেই চেষ্টা করিবো।
কাহারো সুপ্রিয়াই হয়ে থাকো
আমার তো আর নহে,
তব ভালোটাই চাই
থাকো মোর অতীত ই হয়ে।