যে রোদনে শুরু হয়
সুন্দর এ ইহলোক,
সেই রোদনেই হয় শেষ;
শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে
বার্ধক্যই টানে তার পরিণতির রেশ।
মাঝখানে কেবল কত শত স্মৃতি
ক্ষুদ্রে এ জীবন আবহমান ভরে,
শেষ কিন্তু হয়ই তার
অনন্ত যাত্রা আর মহাকালের পথ ধরে।
অনন্ত অচেনা এক ভুবন
সদা থাকে অপেক্ষায়,
মরণকামড়েই শেষ হয় এই ইহলোক
আপন কয়েকের শেষ অশ্রুকণায়।