প্রিয়তমা,
তুমি কি জানো আমি কে?
হয়তো জানোনা।
আমি এমন এক কেউ
যে দিনে কম করে হলেও ২০ বার
হ্যা, ২০ বার তোমার টাইমলাইন
ঘুরে আসে।
উদ্দেশ্য, তোমাকে আবিষ্কার।
স্নার্ভ টিস্যুগুলো ধীরে ধীরে
তোমাতে অনুরক্ত হয়ে পড়ছে।
ভাবছি সেই কদিন আগেই তো সামনে এলে।
ভার্চুয়াল এর জগতেই এখন খুজি।
বাস্তবতায় রূপ পাবে, আশা করি।
প্রস্তাবনায় আমি পিছিয়ে সদা রই
কিন্তু সত্য বলতে পিছিয়ে কভু নই।
কোন এক সম্পর্ক গড়ে ওঠার ভ্রুণ
হয়তো আমাতে জেগেছে।
তোমাতেও জেগে উঠুক, প্রত্যাশা করি
গগনের তারাগুলোও ভেবে হেসেছে।
আমার সবকিছুর শেষ না থাকলেও
অনুভূতির সমাপ্ত বিন্দুই তুমি,
কতটা চাই, ভাষাহীন বলতে পারবোনা
তোমাতেই যে বোকা আমি।
ভালোবাসি শ্যামলী কণ্যা, চঞ্চলমতি
তোমাকেই নিয়ে ভাবতে।