এ শহরের ধুলোবালি নাকি
জীবাণুতে ভরা,
তাই নাসিকায় মাস্ক লাগিয়ে হাঁটি
কি অদ্ভুত! মানুষ হলাম মোরা!
অন্তরে অমানবিকতার
বীজ বপন করি,
বনবাসে পাঠায়ে মনুষ্যত্বরে আবার
হামরাই মানবতা কহি চিল্লায়ে মরি!
বিষাক্ত জীবাণুবাহী তো মোরাই
অন্তরে লইয়া ঘুরি,
জগতটারেই করিয়াছি বিষাক্ত আজিকে
ভালটারেও খারাপ করিয়া নিজে মরি।