এপাড়ে আমি কত ব্যাকুল
তোমার লাগি,
ওপাড়ে তুমি কত আনমনা
অলক্ষ্য সাজি।

এপাড়ে আমি কথা বুনি
পরক্ষণে কি কহিবো,
ওপাড়ে তুমি রেগে কুটিকুটি
কথাকলি কখন মুদিবো।

এপাড়ে আমি বিভোর স্বপ্নে
প্রেমের পুঁতি গাঁথিব,
ওপাড়ে তুমি ব্যস্ত ধ্যানে
প্রেম কবর কবে রচিবো।