কলঙ্কিত আমি
করিনাকো রাখঢাক,
পদলেহন করি অন্যের
স্বীয় শৌর্যবীর্যও যদি যাক।

আমি মনুষ্য কহিয়া
কি হে সে অহংকার,
এতটাই রসাতলে আজিকে
দেই বিড়ালের ন্যায় মিউ হুংকার!

মানব মুকুট বিকিয়েছি মুই
বিকৃত লিপ্সার জালে,
নরাধম বড়ই ওহে
তাই জনমের ঘৃণ্য রসাতলে।

হায়েনার দলে নাম ভিড়ায়েছি
নর-নারী, শিশু মারছি কত শত;
কাঁপিছেনা এ বক্ষ-হস্ত এতটুকুও
মিত্র হইয়াছি যে, ঘৃণ্য কীটের যত।

কি আর বকিবো আমি
মনুষ্য মনুষ্যত্ব নাকি মোর নাম;
হারিয়ে যাচ্ছি সময় আবর্তনে
যদিও ধরা আর্জিছে,  বলিয়া থাম।