চিকিৎসক আমি!
বহুলোকের আগমন মোর চেম্বারে,
প্রশংসাবাণী সবার মুখে
ধন্যবাদ বিধাতারে।
কেউবা মাথায় হাত বুলায়ে
কহে, বেঁচে থাকো বাপ!
কেউবা আবার করমর্দনে
কহে, তুমিই তো মোদের তাজ!
গ্রামগঞ্জে সুনাম যে মোর
লোকের কথায় কথায়,
সেবা দিবো তাহাদেরকে
আসে কাছে মোর এহেন আশায়!
আমিও বাপু যাই নাকো দমে
সেবক হইয়াছি জনের,
কি ইবা দিন, কি ই বা রাত
সেবা দিয়া চলিয়াছি তাহাদের!
হঠাৎ ভাঙ্গিলো ঘুম
কর্কট চিৎকারে মোর মায়ের,
কত সুন্দর ছিলো স্বপ্নটা
জ্বালায় মরছি তাই আফসোসের।
মাঁজন লইয়া অগত্যা তাই
হাটিলাম টিউবয়েল পানে,
মাথায় কেবল স্বপ্নটাই
গাঁথিয়া গিয়াছেও বেশ মনে।
ওহে স্বপ্ন! তুমি কত সুন্দর
আবার এসো মোর নিন্দ বাড়ি,
কিছুটা সময় মানুষের মনে ছিলাম
সেই আশায় যেন ফের বুক বাঁধিতে পারি!