মুয়াজ্জিনের ভেসে আসা আযান
আমার কর্ণকুহরে ঠাঁই লয়;
আমি নরাধম হিসেব না মিলাতে পারি জীবনের,
আযানের ধ্বনিতেই আটকে রয়!