আম পাড়িছে হাবলু মিয়া
হঠাৎ! বেল পড়িলো মাথায়
নিমিষ পরে বেহুঁশ বেটা
বেলটা গেল কোথায়?
কে মারিলো কে ফুঁড়িল
এই জমের ঢিলেতে,
কেবা আবার ঢিল মারিলো
টাকের চালেতে!
মস্ত বড় সালিশ এবার
বিচার হবেই বেশ,
দোষী কে হায়? পায়না তাহায়
বিচার তবে শেষ?
মোড়ল ব্যাটা গজগজিয়ে
আজিকে যায় চলে,
দোষী ব্যাটা পাইলে তবে
বিচার হবে বলে।
কে মারিলো বেলটা মাথায়
মুণ্ডু ঘূর্ণন এই চিন্তায়,
হাবলুর ঘুম যে নিরুদ্দেশ!
দুদিন বাদে আবার সালিশ
বিচার ঠিকই হবে বেশ।
সালিশ আবার বসলো বটে
নাইতো কোন উদঘাটন!
মোড়ল ব্যাটার কেশ খসে যায়
হবে কি সালিশের উৎপাটন?
খানিক বাদে
ফোঁকলা দাঁতে,
ন্যাংটা শিশু
নামটি বিশু!
সব লোকেরে
ডেকে বলে;
ঐ দেখো বেল গাছটা!
আম গাছটা যে নিচে তাহার
ওরে! গাছটা যে ই দোষীটা।
বেল গাছটা যে বেজায় বড়
আম গাছ পড়িছে নিচে,
বেল গাছ হতে বেল পড়িয়া
হাবলুর মাথা ফেটেছে!
হুঁশ ফিরিলো সর্ব লোকের
মোড়ল ব্যাটা সহ!
পণ্ড তবে সালিশরে ভাই
হাবলু চিৎকার দিলো, উঁহু!