নিশি রাত্তিরে
ঘুম ভাঙে
অপমৃত্যুর স্বপ্ন ভেঙে!
তুমি ছিলে
অন্য কারো হয়ে
ঘুণাক্ষরেও বুঝিনি;
দরজায় তোমার অন্য পথিক
পথ হারিয়েছিলো!
কি বিচিত্র!
তুমি ছিলে,
ভাবতাম তুমি আমাকেই ভাবো
কিন্তু তোমার রাজ্যে অন্য সেনাপতি বহাল;
তা কি আর বুঝতাম!
আমি মৃত্যুর স্বাক্ষী,
এক প্রেমের নির্ঘাত অপমৃত্যুর।