তোমাদের শহর
এখানে কোন প্রাণ নেই!

আমি এসেছিলাম প্রাণ নিয়ে
আজ নিস্তেজ হয়ে গেছি
তোমাদের কৃত্রিমতায়!

আমি জড় হয়ে গেছি!
তোমাদের অলীক সাজ-সজ্জায়।

কত আলোকের খেলা
এই শহরে;
লক্ষ ঝাড়বাতি!
মুগ্ধ হয় যে কেউ ই
কিন্তু খোলসের আড়ালে
সব মেকি ই।