যাবে ভাই দূর কোন অন্তে?
যেথায় বৃষ্টি মাথায় নিয়ে পাড়া ধাপড়ানো যায়,
যেথায় বন্ধুরা মিলে কেটে ফেলা ধানের ক্ষেতে
ফুটবলে মাতা যায়!

যাবে ভাই দূর কোন অন্তে?
যেথায় বর্ষার জলে কোন গাঙে;
ভাইয়ারা ভাই খেলা যায়,
বন্ধুরা মিলে গাঙের পাড়ে কি হইহুল্লোড়
পিচ্ছলে মাতা যায়!

যাবে ভাই দূর কোন অন্তে?
যেথায় আমার শৈশব পড়ে আছে,
যেথায় বন্ধুরা মিলে বৃষ্টির দিনে
দাবা, গুঁটি কিংবা লুডুতে মেতেছে!

যাবে ভাই দূর কোন অন্তে?


সংক্ষেপিত.....