চালনী লইয়া ভাবী
নামীছে কোমর পানি,
কোমরে গুচিয়ে আঞ্চল
মাছ ধরিবে জানি।

গাঙে নাকি আজ
মাছ জব্বর! পেলনি
খেওয়াইলেই পাওয়া যায়,
তাই ভাবী নামিছে গাঙে
মাছ যে ধরিবায়।


কস্তুরির নিচে চালনি দিয়ে
খেওয়াইতেছে হায়;
কেউবা নামছে পেলনি নিয়ে
মাছ যে ধরিবায়।

চালনিতে কভু
মাছ যে মেলে,
আবার নাহি পাওয়া যায়;
শামুকও লয় ডেকে দেখি
মাছও যে ঠাঁই পায়।

শিং মাছেতে
ঘাই খেয়েছে,
ভাবী, কি যে কাঁতরায়;
তবুও ভাবী মাছ ধরিছে
বিষের বেদনায়!

ডেকের শেষে
মাছের মেলা
পুঁটি, টেংরা, বাইন, বুতুম;
আরও কত মাছ!
ভাবীর মাছ ধরা যে শেষ হয়েছে
তাই, বিদায় নিলেম আজ।